শনিবার, ৮ জুন, ২০১৩

একটি বাড়ী একটি খামার সন্ন্যাস বাড়ী সার্বিক গ্রাম উন্নয়ন দল



একটি বাড়ী একটি খামার সন্ন্যাস বাড়ী সার্বিক গ্রাম উন্নয়ন দল গঠনে মূল ভুমিকা পালন করে মো: সাইফুল ইসলাম এর সঙ্গে কয়েকজন লোক জড়িত আছে অবশ্য এখন তার বোকামির জন্য নিজেই ফাসিঁয়ে যাচ্ছে যাক সেই কথায় পরে আসিমোঃ সাইফুল আমার বাবার ভোটার আইডি কার্ড নিয়ে যায় একটি বাড়ী একটি খামার এর সদস্য করবে বলে তাতে লাভ একজন সদ্স্য একলক্ষ দেড়লক্ষ টাকা পাবে খামার করার জন্যশুধু আমার বাবা নয় এরকম আরও লোকজন থেকে সাইফুল আর একজন লোক বিভিন্ন প্রলোভবন দেখিয়ে টাকা ভোটার আইডি নিয়ে যায়কিন্তু আমার বাবা চাচা টাকা দিতে রাজি না হওয়ায় তাদের আর নাম রাখেনাআমি মনে করলাম বিষয়টি কি এবং কোথায় থেকে পরিচালিত হচ্ছেখোঁজ নিয়ে দেখি যে বিষয়টি আমাদের উপজেলা বি আর ডি বি অফিস ভারপ্রাপ্ত এক চাকরীজিবী পরিচালনা করছে সেখানে আমি প্রায় ধর্না দিতে লাগলাম আমার নাম বসানোর জন্যআমি অনুরোধ করে সেই চাকরীজিবীর নিকট একটি বাড়ী একটি খামারে নাম বসাতে সক্ষম হয়কিন্তু সেখানে আমাকে কিছু জালখরি পুড়াতে হয়এর মধ্যে কিছুদিন আমি আর বি আর ডি বি অফিসে যায়ন্ মোবাইলে যোগাযোগ করছি একদিন সেই চাকরিজীবি বলে তোমার নামে কিছু টাকা দেওয়া হয়েছে তুমি যোগাযোগ করে টাকাটা নিয়ে নাওআমি সঙ্গে সঙ্গে তাদের সাথে দেখা করলামতখন তারা বলল বেশি না ৫০০ শত টাকা আসছে তোমার নামে তা ওটা খরচ হয়ে গেছেপরে কোন বড় অনুদান আসলে আমি তোমার নাম দিবোআমি এদের আচারণে বুঝলাম এটা মরুচিকামনে কষ্ট নিয়ে চুপ করে থাকলামএর মধ্যে আর এক কান্ড আমাদের গ্রামের অন্যলোক গুলো আমার মত বসে নেইতারা ঘটনার আচ বুঝতে পেরে সঠিক হিসাব চাইতে গেলে তাদের ধরে মারধর করেঅবশ্য বিচার করে তার জরিমানা আদায় করেআসল কথায় আসা যাক….. ইউনিয়ন পরিষদ নির্বূাচনে আমাদের গ্রামের সম্ম্যানিত সত ব্যক্তী চেয়ারম্যান হিসাবে জয়রাভ করেতার বিজয়ীর পর থেকে গুরত্ববহ ঘটনা বের হতে থাকেঘটনা এরকম ঃআমার ৫০০ টাকা নয় প্রায় শোয়া লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়েছে সাইফুলযাহোক তার গ্রাম্য বিচার সালিশ করে ধামাচাপার ব্যবস্থা করেকিন্তু সরকার থেকে চাপ আসে যে সমিতির একটা সঠিক তালিকা দেওয়া হোককিন্তু বাস্তবে তা সম্ভব নয়কারণ বুঝতেই পারছেন ফেরেস্তারা ভাগ করেছে কিন্তু ভাগ কাউকে দেইনি পরে আবার উপজেলা থেকে লোকজন আসে., বলে, অতীতে যা হবার হয়েছে তার বিচার হবনতুন করে আপনারা আবার সমিতি গঠন করুনসেখানে আমাকে বি আর ডি বি অফিসে আসার জন্য বলল অফিসের লোকজন সেই মতে আমি চেয়ারম্যানের সহায়তায় অফিসে গিয়ে কাগজপত্র নিয়ে আসিতারপর যাদের নাম ব্যাবহার করেছে অথচ কোন অনুদান দেই পাইনি তাদের কাছে গেলাম কিন্তু কেউ রাজি হলনা কারণ গোয়াল পুরা গরু শিদুরে মেঘ দেখে ভয় পাইগ্রামের অন্যমানুষের নিকট গেলাম তারাও রাজি হলনাতারপর চেয়ারম্যান এর সাহায্য নিয়ে সমস্ত গ্রাম ঢুলপিটিয়ে মিটিং করলামতাতেও কোনফল হলোনাসমিতির ৬০ জন সদ্যস পুরন করতে পারছিনাঅনুরোধ করে কয়েকজন লোক সঙে্গ নিয়ে উপজেলা সম্নয়কারীর কাছে বিষয় গুলো জানালামতখন তিনি পরামর্শ দিল আপনারা আপনাদের নিজের লোকের নাম বসানবাধ্য হয়ে নিজের টাকা অন্যকে ধার দিয়ে সমিতিতে নাম বসানোর পরও যখন ৬০ জন সদস্য করতে পারললম না তখন উপজেলা সম্মনয় কারী বললেন আপনারা একজন দুই তিনটা করে নাম বসাতে পারবেন তখন আমরা কয়েকজন দু তিনটি করে নাম বসালামএখন সমিতি প্রতিষ্ঠীত দ্বিতুীয়বার অনুদান দেওয়া হচ্ছে কিন্তু সদ্যসগুলোর কি হবে যারা একাই তিন নাম ব্যবহার করেছেনএমন কি তাদের সই স্বাক্ষর কিছু নাইডান হাত বাম হাত দিয়ে সই করে ফরমপুরন করে তাদের নামে

10000-15000 টাকা নেওয়া আছেবিষয়টি অবশ্যই কতৃপক্ষ নজরে নিবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন