বুধবার, ৫ জুন, ২০১৩

শিক্ষা



সুপ্রিয় পাঠক শিক্ষার মান উন্নয়নে সাধারণ জনগণের ভুমিকা কতটুকু?
আপনি যদি শিক্ষিত মানুষ হন আর পাশে কোন অশিক্ষিত লোক থাকে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন শিক্ষিত মানুষের কত দরকার সমাজে। এক অশিক্ষিত মানুষ আপনার শিক্ষার সমস্ত মান ধ্বংস করে দিবে আপনার সামান্য ভুলে, এমন আপনাকে হত্যা করতেও দ্বিধা করবেন না। কারণ তার ভিতরে মানবতা বলতে  কিছুই নেই।আপনি যতই শিক্ষিত এবং ধনী হন না কেন ? আপনার কোন মুল্যায়ন হবে তাদের কাছে তাদের স্বার্থে পরিবেশ ন্স্ট করে ছাড়বেই বটে।তবে শিক্ষিত মানুষ যে তুলসি পাতায় ধোয়া তা না। হ্যাঁ জনাব আপনি আপনার এলাকায় কিভাবে শিক্ষার বিস্তার করছেন বা করতে পারবেন তা জানিয়ে আমাকে লিখবেন । আশা করি আমরা শিক্ষা বিস্তারে সহায়তায় এক ধাপ এগিয়ে থাকব।যার মাধ্যমে আপনি আজীবন বেচে থাকবেন শিক্ষার মধ্যে।তবেই বুঝবেন কিভাবে অসভ্য সমাজ সরগে পরিণত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন